গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

দেশের বাজারে চাহিদা থাকায় সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের সজনে ডাঁটা আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় ভারতীয় একটি ট্রাকে ৯ মেট্রিকটন সজনে ডাঁটা আমদানি করা হয়। এর আগে গত বুধবার ভারতীয় ২ ট্রাকে ১৫ মেট্রিকটন ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩ টি ট্রাকে ২৬ মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি হয়েছে। এসব সজনে ডাঁটা আমদানি করছেন নাশাদ এন্টারপাইজ ও ফাতেমা এন্টারপাইজ নামে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান।

বন্দরের আমদানিকারক জানান,দেশের বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকায় গত বুধবার (৪ সেপ্টেম্বর) ভারত থেকে আবারো সজনে ডাঁটা আমদানি শুরু করেছি। এসব সজনে ডাঁটাগুলি ভারতের নাসিক প্রদেশ থেকে আমদানি করা হচ্ছে। এসব সজনে ডাঁটা স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হচ্ছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান,ইতিমধ্যে হিলি বন্দরের ২ জন আমদানিকারক অনুমতি পাওয়ার পর তারা আমদানি শুরু করেছেন। ঢাকার খামার বাড়ীতে সজনে ডাঁটা আমদানির জন্য বেশ কিছু (আইপি) অনুমতি প্রক্রিয়াধী রয়েছে। তবে বেশ কয়েকজন আমদানিকারকরা ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি করবেন এই বন্দর দিয়ে।

হিলি স্থলবন্দরের কাস্টম সূত্রে জানা গেছে, গেলো বুধবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় দুটি ট্রাকে ১৫ মেট্রিকটন ১২০ কেজি,বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় ৩ টি ট্রাকে ২৬ মেট্রিকটন ১৪০ কেজি ও আজ শনিবার ভারতীয় ১ টি ট্রাকে ৯ মেট্রিকটন সজনে ডাঁটা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here