হিলি : ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আবার ডলার ভ্যালু ৯ শ থেকে বেড়ে দাড়ালো ১১ শ ৫০ ডলারে।
ফলে শনিবারহিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
আমদানির ক্ষেত্রে দফায় দফায় দাম বাড়িয়ে দেওয়ায় দেশীয় পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।
দেশের পেঁয়াজের চাহিদা উৎপাদনের চেয়ে বেশি থাকায় আমদানির মাধ্যমে তা পুরন করা হয়ে থাকে। এবারে ভারতের নাসিক , বেঙ্গালর ও পাটনায় অতিবৃষ্টি – বন্যা জনিত কারনে উৎপাদন কম হয়।
ফলে সেদেশের কেন্দ্রীয় সরকার শনিবার আরও এক দফায় পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ৯শ থেকে দাম বাড়িয়ে দিয়ে ১১ শ ৫০ ডলার করেছে। ফলে ওপার সীমান্তে আটকা পড়েছে দেড় শতাধিক পিয়াজ বোঝাই ট্রাক।
হিলি কাঁচামাল আমদানীকারক গ্রুপের আহবায়ক হারম্ননুর রশীদ হারুন জানান, বংলাদেশে ছুটি কাল ভারতের ছুটি ব্যাংকে পেপার এমান্টমেন্টের কোন সুযোগ নেই।
ডলার ভ্যালু বাড়িয়ে দিয়ে পেয়াজ আমদানি করা মোটও সম্ভব নয়। আগামী সোমবার থেকে ১৮ দলের ডাকা ৩ দিনের হরতাল।
আমরা আমদানীকারকেরা একের পর এক ক্ষতিগ্রস্থ হচ্ছি। এতো সমস্যার মাঝে আমাদের পিয়াজ আমদানীকরা অসম্ভব হয়ে দাড়িয়েছে। আমরা এখন আর্থিক ক্ষতিগ্রস্থ ।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন/