হিলি স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে পন্য আমদানী রফতানী অনিদিষ্ট কালের বন্ধ ঘোষনা করেছেন ভারতীয় রফতানী কারক ও ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন (বাংলাদেশ) এর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম আজাদ জানান, ওপারের রফতানীকারন ও ক্লিয়ারিং এজেন্টদের রফতানী পন্যের সকল কাগজপত্র ভারত হিলি কাষ্টমসের পরিবতে একশ দশ কিলোমিটার দুরে মালদাহ কাষ্টমস কমিশনারের অফিস থেকে ছাড় নেওয়ার নিদেশের প্রতিবাদে তারা এই অনিদিষ্ট কালের ধর্ম ঘটের ডাক দিয়েছে।
গোলাম মাহবুবুর রহমান, হিলি, দিনাজপুর।