গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। আজ সোমবার দুপুরে রাজশাহী ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বাংলা হিলি আমদানি রপ্তানিকারক শাহিনুর ইসলাম, হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হিলি ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব শাফি উপস্থিত ছিলেন।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, আমদানি- রফতানি বৃদ্ধি, ভারতের ওপারের রাস্তা প্রশস্তকরন, বিজনেস ভিসা সহজ করন ও রেল যোগাযোগ ব্যাবস্থা নিয়ে আলোচনা ফলপ্রসু আলোচনা হয়।