দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারত-বাংলাদেশে লোক পারাপার বেড়ে গেছে । প্রতিদিন এই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গড়ে দুই শতাধিক লোক পারাপার হয়ে থাকে। এদিকে আবারো বিজিবি ৪ জনকে আটক করেছে।

জানা গেছে,  বুধবার দুপুর ১২ টায় হিলি সীমানেত্মর ২৮৫ মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় সিপি হেড ক্যাম্পের হাবিলদার মনমোহন ৪ ব্যক্তিকে আটক করেন। আকটকৃত ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের চিত্ত রঞ্জন ভৌমিকের পুত্র বিশ্বজিত ভৌমিক (২৮), যোগেন চন্দ্রের পুত্র সুরেন চন্দ্র (৪৫), সিজালু রায়ের পুত্র দ্বীজেন রায় ( ৩৫) ও দ্বীজের রায়ের পুত্র বিপুল রায় (১১)। এ ব্যাপারে সংশিস্নষ্ট আইনে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সীমানত্মবাসীরা জানান, হিলির্‌ পাশ্ববর্তী চেচড়া গ্রামের রিপন নামের এক যুবক হিলি সীমান্ত এলাকা দিয়ে বিজিবি সদস্যদের ম্যানেজ করে প্রতিদিন ২ শতাধিক লোক অবৈধ ভাবে ভারত- বাংলাদেশ পারপার করে থাকে। বিজিবির কোম্পানী কমান্ডারের মৌখিক নিয়োগকৃত লাইনম্যান সর্দার রিপন লোক প্রতি  পারাপারের জন্য ৭শ থেকে ১ হাজার টাকা নিয়ে থাকে। কয়েক দিন বন্ধ রাখার পর পাচার দলের সর্দার রিপন সিপি কোম্পানী কমান্ডারকে আবারও ম্যানেজ করে ভারত- বাংলাদেশ অবৈধ  ভাবে লোক পারপার ব্যাবসা জমজমাট ভাবে শুরু করেছে। এদিকে বিজিবি জানায়, তাদের বিশেষ টহলদল ২০ দিনের ব্যবধানে এক দালালসহ ৭ ভারতীয় ও ৮ বাংলাদেশীকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুবুর রহমান/হিলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here