গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

সীমান্তের নানা বিষয় নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ হিলি সীমান্তের চেকপোস্টে গেইটের শুন্য রেখা (২৮৫/১১ এস) পিলারের বাংলাদেশ অভ্যন্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রায় দেড় ঘন্টাব্যাপ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ভারতের বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত সিং হিলি জিরো পয়েন্ট এলাকায় আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তানজিলুর রহমান।

এসময় সেখানে ২০ বিজিবির ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মোঃ মাসুদ রানাসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান জানান, ব্যাটালিয়নে যোগদানের পর
বিএসএফের সাথে এই টাই প্রথম সৌজন্য সাক্ষাৎ। মূলত সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে আজকের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here