র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে একটি ৭.৬৫ এম এম বিদেশী পিসত্মল, ছয় রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আলী এজাজ আহম্মেদ জানান, শনিবার ভোর সাড়ে ৪ টার সময় জয়পুরহাট র্যাব-৫ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র আশরাফুল ইসলাম এর লিচু বাগনের ভিতর কঞ্চির পালার মধ্যে হতে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ এম এম বিদেশী পিসত্মল, ৬ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এস এম শফিকুল ইসলাম/জয়পুরহাট