বিনা পাসপোর্টে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক এক বাংলাদেশীকে ২৯ মাস সাজা শেষে হিলি ইমেগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করল ভারত।

হিলি ইমেগ্রেশন সূত্রে জানা গেছে, হস্তান্তরকৃত ব্যাক্তি জয়পুরহাট জেলার বিশ্বাস পাড়ার সৈয়দ মজিদের পুত্র সৈয়দ শানতু বয়স ২৬ বছর। সে ২০০৯ সালের ৮ জুলাই কয়া সীমান- দিয়ে প্রবেশের সময় আটক হয়।

সাজা শেষে ভারত হিলি ইমেগ্রেশনের ওসি পিকে মন্ডল চেকপোষ্ট দিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ হিলি ইমেগ্রেশন ওসি নুরুল ফেরদৌসের নিকট তাকে হস্তান্তর করেন।
হস্তান্তরের সময় বিজিবি সিপি ক্যাম্পের সুবেদার বেলায়েত হোসেন উপসি’ত ছিলেন।

গোলাম মাহবুবুর রহমান, হিলি, হাকিমপুর, দিনাজপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here