গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনাজপুরের হিলি কাস্টমস গত ৪ মাসে ডিএম (বিলম্ব মাসুল) আদায় করেছে ২৯ লাখ ৬৫ হাজার ৭৪৪ টাকা। ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের নিকট অতিরিক্ত পণ্য জব্দ করে এসব জরিমানা আদায় করে কাস্টমস।
হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার বায়জিদ হোসেন এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ডিসেম্বর মাসে ৫ লাখ ৯৩ হাজার ৯৫৫ টাকা, জানুয়ারি মাসে ৮ লাখ ৪০ হাজার ৯৩৪ টাকা, ফেব্রুয়ারি মাসে ৬ লাখ ১ হাজার ৫৫৭ টাকা ও মার্চ মাসে ৯ লাখ ২৯ হাজার ২৯৮ টাকা ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের নিকট থেকে পাওয়া অতিরিক্ত পণ্যের রাজস্ব আদায় করা হয়। নিয়মের বাইরে অতিরিক্ত পণ্য জব্দ করে গত ৪ মাসে মোট ২৯ লাখ ৬৫ হাজার ৭৪৪ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।