গোলাম মোস্তাফিজার রহমান মিলন,  হিলি প্রতিনিধি ::
অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সেমাই তৈরির অভিযোগে হিলিতে চারটি সেমাই কারখানার মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। 
এসময় তিনি বলেন, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে এমন অভিযোগে ভিত্তিতে  আজকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় চারটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে কারখানা গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বিএসটিআই’র অনুমোদন ছাড়াই তারা এই কারখানাগুলো পরিচালনা করার অভিযোগে চারটি সেমাই কারখানা মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here