গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের হাকিমপুর হিলিতে তিন দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

হাকিমপুর ইউএনও মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন।

এসময় অন্যান্যদের মধ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আরিফ ইকবাল,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন উর রশিদ, একাডেমিক শিক্ষা
অফিসার সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী, ক্রীড়া শিক্ষক রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল জানান,উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার মাধ্যমিক পর্যায়ে ৩৫ টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের (বালক) দুটি গ্রুপে ও বালিকা দুটি গ্রুপে তিন দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে (দৌড়, হাই জাম্প,
লং জাম্প, ট্রিপল জাম্প, শর্টপুর্ট, গোলক নিক্ষেপ, ডিসকাস, বর্ষা নিক্ষেপ ও রিল দৌড়) প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন।

উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অনুষ্ঠিত এথলেটিক্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here