হিলি সীমান্তের সরঞ্জাগাড়ী মাঠে একদল চোরাকারবারীকে ধাওয়া করে ১৩শ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি সদস্যরা।
হিলি সিপি বিজিবি ক্যাম্পের সুবেদার বেলায়েত হোসেন জানান, রবিবার ভোর রাতে হিলি হাড়িপুকুর সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারী ফেন্সিডিল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় গোপন সংবাদপেয়ে বিজিবি হিলি সিপিক্যাম্পের হাবিলদার আমির আলী সঙ্গিয় ফোর্স নিয়ে সরঞ্জাগাড়ী মাঠে ওই চোরাকারবারীদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে বিজিবি সদস্যরা ১৩শ বোতল আটক করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুবুর রহমান/হিলি