দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের সাতকুঁড়ি নামক স্থান হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ শরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত শরিফুল ইসলাম সীমান্তবর্তী নওপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তবর্তী সাতকুঁড়িতে অভিযান চালিয়ে তার বহনকৃত মোটরসাইকেলের ছিটের ভিতর থেকে একটি আমেরিকান (এনওএস-১১) রিভলবার ও ৬ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করে। হিলি বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার (সুবেদার) শহিদুল ইসলাম জানান, এ ঘটনার কয়েকদিন আগে শরিফুলের বাড়ির টিনের চালা থেকে আরো দুটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সংকেত চৌধুরী/দিনাজপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here