হিলি সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মটর সাইকেল, শাড়ী, মসলাসহ পুরাতন কাশা-পিতল উদ্ধার করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)।

বিজিবি হিলি সিপি ক্যাম্পের হাবিলদার আমীর আলী জানান, গত রাত থেকে এ পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার কৃত পন্যের মধ্যে রয়েছে ৩শ ৫৭ পিস দামী শাড়ী, একটি মটরসাইকেল, ৩০কেজি এলাচসহ বিপুল পরিমানে পুরাতন কাশা পিতল। এসব পন্যের মোট মূল্য ২২ লক্ষ ৮৬ হাজার টাকা বলে জানান বিজিবি। অপরদিকে ওইদিন সকালে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে পুরানাপৈল রেলক্রসিং এলাকা হতে ৪০৪০ পিস যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুব/হিলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here