গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্য  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ জাহিদ হাসান (২০) ও মোঃ শামীম আহম্মেদ (২৮) নামে দুই জন ব্যবসায়ীকে  আটক করছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের সিপি সড়কের পশ্চিমে আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টার এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উপজেলার নন্দিপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন ও মোঃ ওহেদ ইসলাম এর ছেলে ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে মাদকদ্রব্য নিয়ে সিপি সড়কের পশ্চিমে আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টার এর সামনে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় সন্ধেজনক দুই জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাসী করে ৩০০ (তিনশত) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটস উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় ওই দুই জনকে আটক করা হয়।

থানায় আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here