
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১৩টি বীর নিবাস উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরগুলো পেয়ে অনেক খুশি বীর মুক্তিযোদ্ধারা।
১ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৩টি বীর নিবাস তৈরী করা হয়েছে বলে জানান উপজেলা নিবাহী অফিসার নুর এ আলম। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার টাকা। দুটো বেড রুম, কিচেন রুম, ২টি বাথ রুম রয়েছে।
হাকিমপুর উপজেলা মোট ৯২ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে।