গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনাজপুরের হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিকের মধ্য ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে ম্যাচটি আনুষ্ঠিত হবে।

হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির জানান ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবিত্র মোহান্ত এক পত্রের মাধ্যমে আমাদের জানিয়েছেন ২৬ নভেম্বর (শনিবার) দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৪ জন সদস্য ৪ দিনের সফরে বাংলাদেশে আসবেন। ওই দিন তারা আমাদের সঙ্গে প্রীতি ফুটবল খেলবেন। তাদের আহব্বানে এই সাংবাদিক ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, ইতোমধ্যে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here