গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলার আলিহাট ইউনিয়ন ও হিলি পৌরসভার অংশ গ্রহণে প্রথম রাউন্ডের ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহীনুর রেজা শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় সেখানে পৌর মেয়র ও পৌর আ্#৩৯;লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক প্রতাপ,হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া,খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান,বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির,সাংবাদিক হালিম আল রাজি,গোলাম রব্বানী, আব্দুল আজিজ, সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে আলিহাট ইউনিয়ন একাদশ বনাম হাকিমপুর হিলি পৌরসভা একাদশ অংশ গ্রহণ করেন। উদ্বোধন খেলার নির্ধারিত সময়ে পৌরসভা-২-০ আলিহাট গোলে পৌরসভা ফাইনালে পৌঁছে যায়। অপরদিকে বোয়ালদাড় ইউনিয়ন একাদশ বনাম
খট্রামাধবপাড়া ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করেন। খেলার নির্ধারিত সময়ে বোয়ালদাড় ২-০ খট্রামাধবপাড়া গোলে বোয়ালদাড় ফাইনালে পৌঁছে যায়।
ফাইনাল খেলা আজ বিকেলে ওই মাঠেই অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন অতিথি বৃন্দ। খেলায় উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা দলসহ ৪ টি দল অংশ গ্রহণ করেন।