গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হিলি বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেদ মল্লিক বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।