গোলাম মোস্তাফিজাার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের  হিলিতে পুকুরের পানিতে খেলার বল তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসিন (৩) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার  বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার দেবখন্ডা গ্রামে বাড়ির পার্শে পুকুরের পানিতে ডুবে শিশু মুনতাসিন এর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশু দেবখন্ডা গ্রামের মোঃ মেজবাউল ইসলাম মেজবার ছেলে।

খট্রামাধবপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর দেবখন্ডা গ্রামের গ্রাম্য পুলিশ নয়ন রবিদাস মুঠো ফোনে জানান, বিকেলে দেবখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটা গ্রাম্য সালিশ (বৈঠক) চলতে ছিলো। ওই সালিশ শুনতে বাবা মেজবাউল ইসলাম স্কুল মাঠে গেলে শিশুটি তার বাবার সাথে স্কুল মাঠে আসে। বৈঠক চলাকালে হঠাৎ শিশুটি তার বাবার অজান্তে বাড়িতে চলে যায়। কিছুক্ষন পরে পাশে বাড়ির মহিলা বাচ্চা পানিতে পড়েছে বলে চিল্লা চিল্লী করে। তাৎক্ষণিক বাবা ছুটে গিয়ে পুকুরে লাফ দিয়ে ছেলেকে তুলে নিয়ে আসেন। সাথে সাথে তার ছেলের পেটে চাপ দিয়ে পানি বাহির করার চেষ্টা করে। তারপর ইউপি সদস্য বাঁধন ও বিমুল মিয়া মোটরসাইকেল যোগে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাসিনকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া জানান, বাবার সাথে স্কুল মাঠে যায় শিশু মুনতাসিন। তার বাবার অজান্তে শিশুটির হাতে থাকা খেলার বল নিয়ে খেলতে খেলতে শিশুটি বাড়ির দিকে চলে যায়। শিশুর হাতে থাকা বলটি পানিতে পড়ে যায়। বল তুলতে পানিতে নেমে গেলে ডুবে যায় শিশুটি।পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here