গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

‘দেশে চলছে সংস্কার হিলি হবে পরিষ্কার’ এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অপরিচ্ছন্ন স্থানগুলো পরিস্কার করেছেন বৈষম্যবিরাধী শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১১ টায় বৈষম্যবিরাধী শিক্ষার্থীদের আয়োজনে বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে একত্রিত হয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।

এরপর শিক্ষার্থীরা ৫টি দলে বিভক্ত হয়ে সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া হিলি স্থলবন্দর এলাকার অপরিচ্ছন্ন এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এসময় শিক্ষার্থীরা হিলি স্থলবন্দরের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসিয়ে দেন। ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলানোসহ সবাইকে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা ।

এরপর হিলি রেলস্টেশনে বৈষম্যবিরোধী আন্দোলনকৃত শিক্ষার্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে রেলস্টেশন পরিস্কার ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here