গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
‘জ্ঞানে-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এবং বিজ্ঞান অলিম্পিয়াড, স্টল প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ এর হলরুমে আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
একই দিন বিকেল পাঁচটায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহমদ আহসান হাবিব এর সভাপতিত্বে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত ১৪ টি স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ১৪টি স্টলের মাধ্যমে তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছেন।দিন ব্যাপী প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়েছে। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবে বলে আশা করছি।
উপজেলা আইসিটি প্রোগ্রাম অফিসার জান্নাতুন ফেরদৌসী বলেন, এবারে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ মেলায় স্টল প্রদর্শনীতে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছেন বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়। তাদের প্রকল্পের নামঃ অটোকাট অফ পাওয়ার সিস্টেম।
দ্বিতীয় হয়েছেন বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ। তাদের প্রকল্পের নামঃ বায়ো ডিগ্রেডেবল প্লাস্টিক।
তৃতীয় হয়েছেন বিশা পাড় আদর্শ স্কুল। তাদের প্রকল্পের নামঃ ফুট স্টেপ পাওয়ার জেনারেশন সিস্টেম।
সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন হাকিমপুর সরকারি কলেজ। তাদের প্রকল্পের নামঃ বন্যা সতর্কীকরণ এলামরিং ব্যবস্থাপনা। দ্বিতীয় হয়েছেন, হাকিমপুর মহিলা কলেজ। তাদের প্রকল্পের নাম হৃদপিন্ডের মডেল।
এছাড়াও অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র গ্রুপের ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here