গোলাম  মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতা শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৩ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে (ক, খ, গ, ঘ) চারটি গ্রুপে ১৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম প্রতিযোগিতা শুরুর প্রথম দিকে তদারকি করেন। এসময় হাকিমপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল ও একাডেমিক সুপার ভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু, প্রধান শিক্ষিকা কাউসার পারভীন, শিক্ষক অনিন্দিতা রায়, মাহিদুল ইসলাম, ফারুক হোসেন, আরিফ হোসেন, হাফেজ শহীদুল্লাহ্, মাওলানা হারুন মাজহারী, মাওলানা মীর শহীদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৪টি গ্রুপে ১৭ টি ইভেন্টকে ৩টি আহবায়ক কমিটি করে ভিন্ন ভিন্ন বিচারক মন্ডলী দ্বারা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করা হয়েছে।
সেখানে জালালপুর উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থী শাহারিয়ার আলমাস রক্তিম (খ গ্রুপে) বাংলা রচনা “বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এবং নির্ধারিত বক্তৃতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। তার বাবা গোলাম রব্বানী একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা নার্গিস পারভীন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাংলা রচনা, হামদ-নাথ, কেরাত, কবিতা, ইংরেজি রচনা, আবৃত্তি, জারিগান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, দেশাত্ববোধক গান, বক্তব্য, লোক নৃত্য এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী নির্বাচিত করা হয়। বিজয়ী পরবর্তীতে দিনাজপুর জেলা প্রতিযোগিতায় অংশ করবেন। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত করা হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here