হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিবেদনে বাংলাদেশের আইন-শৃঙ্খলাবাহিনী কে যদি দায়ী করা এটা ঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সবাইকে রক্ষা করার দায়িত্ব পালন করছে। কাউকে গুম করার জন্য নয়। হত্যা গুম নিয়ে তদন্ত করা হচ্ছে কারা প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত তা সরকারও জানতে চায়।

এদিকে সোমবার নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, দেশ-বিদেশে সমালোচনার মুখে র‌্যাবের বিচার বহির্ভূত হত্যাকন্ড ঘটনা কমলেও গুমের ঘটনা অনেক বেড়েছে। বিচার-বহির্ভূত হত্যা ও নিরাপত্তা হেফাজতে নির্যাতন তদন্ড ও বিচারে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি বলেও মনে করে সংস্থাটি।

২০১১ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ধরে নিয়ে গিয়ে গুম করার ঘটনা অনেক বেড়ে গিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি এক ধরনের নির্যাতনের বদলে অন্য ধরনের নির্যাতন চালাচ্ছে- এমন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির তথ্যে বাংলাদেশি মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী বাংলাদেশে ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ছয়শটি বিচার বহির্ভূত হত্যাকান্ডে ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেকগুলোকে ‘ক্রসফায়ার হত্যাকান্ড’ হিসাবে অভিহিত করা হয়। এসব হত্যাকান্ডের জন্য মূলত র‌্যাবকেই দায়ী করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here