ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব আহমেদ ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ভাগিনা রোদোয়ান মুজিব সিদ্দিকী ববি ও ভাগনি আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির’ মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউকের উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে।

মহাপরিচালক জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়ে রেদোয়ান মুজিব সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকের নামে ১০ কাঠা করে ৬০ কাঠার ৬ টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি তুলে ধরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযোগগুলো সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক ও কমিশনের তফসিলভুক্ত অপরাধ মনে হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here