কলকাতা : বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি অভিনন্দন বার্তাও পাঠান তিনি।
রবিবার সন্ধ্যেবেলায় এক বার্তায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সেদেশের জনগণকেও ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য রবিবার বিকেলেই বঙ্গভবনে তৃতীয় বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। হাসিনা ছাড়াও তাঁর মন্ত্রিসভার ৪৮ জন সদস্যও এদিন শপথ গ্রহণ করেন। এর মধ্যে ২৯ জন পূর্ণ মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী। নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান সেদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গত ৫ জানুয়ারী সেদেশের সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লিগ।