করোনা হইতে শিক্ষা

হাসান অনি

করোনাকে কি বলিব ক্ষতিকর?
নাকি ইহা হইতে লইব শিক্ষা।
করোনায় রুদ্ধ হইল কারখানা
নাকি বন্ধ হইল দূষণ?
করোনা শুরু হইলো,
নাকি বন্ধ হইল জীবাণু যুদ্ধ?
যাহাদের মধ্যে ছিল দ্বন্দ্ব,
করোনায় তাহারাই আজ একত্র।
ইহকালেই করোনায়,
পরিবার-পরিজনে বন্ধু বান্ধবে
নাহি তারে সয়,
ভাবো হাশরের ময়দানে
কে কাছে যে রয়?
ইবাদত করিলে পাঁচবার,
পরিষ্কার হইবে তুমি ততবার।
নয় কি ইহা করোনা হইতে
বাঁচিবার হাতিয়ার?
উপরওয়ালা বুঝাইবেন
আর কি করিয়া;
বন্ধ কর হে মানব
তোমরা পাপের এ দরিয়া।
শুধরাও নিজেকে শুধরাইয়া লও!
করোনা যে বিদ্যা দেয়,
তাহা হইতে শিক্ষা লও
হে পাপিষ্ট, হে মানব।
করোনাকে তুমি করিও না ভয়
পূণ্যতা এলে এ ভবে,
একদিন বিশ্ব করিবে
করোনাকেই জয়।

 

 

লেখক: এইচএসসি পরীক্ষার্থী, নটেরর্ডেম কলেজ, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here