গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি :: দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্বাস্থ্য কমপ্লেক্সে সজনী বেগম (৩৫) নামে এক নারী রুগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত সজনী কুষ্টিয়া সদরের মাঝপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী ।
আজ বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের টয়লেটে আত্মহত্যার ঘটনা ঘটে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান জানান, সোমবার উপজেলা নির্বাহী অফিসার অজ্ঞান অবস্থায় এই মহিলাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন। আমরা ওই নারীর চিকিৎসা শুরু করি। দুইদিন চিকিৎসার পর মহিলা অনেকটা সুস্থ্য হয়েছিলের। আজ বুধবার সকালে টয়লেটের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।