ময়মনসিংহের হালুয়াঘাট  উপজেলার সেন্ট এন্ডোজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রর পুরুষাঙ্গ কাটার পর জবাই করে হত্যা করেছে পাষন্ড খুনিরা । বালিচান্দা গ্রামের ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী আব্দুল খালেকের পুত্র সেন্ট এন্ড্রোস উচ্চ বিদ্যালয়ের ছাত্র তোফায়েল আলম (১২) কে নৃশংষভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা ,পেট ,এবং পুরুষাঙ্গ কেটে ফেলেছে । নিহতের বাবা জানান , তার প্রতিবেশী তোফায়েলের বন্ধু হৃদয় বৃহস্পতিবার সন্ধ্যায় তোফায়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী খালে অজ্ঞাত পরিচয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকলে তোফায়েলের বাবা আব্দুল খালেক ঘটনাস্থল থেকে ছেলের লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। নিহতের মা জানান, তাদের বাড়ির পার্শ্বে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে আসা সেজা, মিতু এবং সাদিয়াকে কেন্দ্র করে কয়দিন যাবৎ এই এলাকায় বেশকিছু বখাটে ছেলেদের আনাগুনা দেখা যায়। এ নিয়ে তোফায়েল প্রতিবাদ করে। এ কারণেই আমার ছেলেকে তারা হত্যা করেছে। হালুয়াঘাট থানার ওসি আবু ফজলুল করিম জানান,মেয়ে সংক্রান্তঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ তদন্তের জন্য হৃদয়, সেজা এবং মিতুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মনসিংহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here