
বধির হয়েছে জলের মুখ
-হাবিবা বেগম
সময় আর জলের গতি যায় না জেনেছি
হাতের তালুতে কখনোই না-কি রাখা
মুষ্টিবদ্ধ করে ;
পরোয়াবিহীন ছুটে আপন উদারতায়
তাদের স্বকিয়তাকে পিছে ফেলে
অজানিত পথে সাম্যবাদী বিশ্বাসেই
কলকল শব্দে।
তবু কিছু স্বার্থান্বেষী জলকে আটকে রাখে
কালের কব্জায় ভীষণ কৌশলে,
ফেঁটে যায় পিপাসায়….
মৃত্তিকার বুক কাঁদে জেলে কাঁদে বর্গাচাষি
নেই কোন ধ্বনি বন্ধ জলের মুখ।
তবুও শৈবাল জল-অভিমুখে বর্ষপঞ্জি গুণে
শুকনো নদী নয়ন জলে ভাসে।
ইতস্তত, বধির হয়েছে যেন আজন্ম জলের মুখ।