অলংকার গুপ্তা, হাবিপ্রবি প্রতিনিধি ::

হাজী  মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ডে -২০১৩ সালে পাশ হওয়া মন্দির নির্মাণের বিলের বাস্তবায়নের দাবিতে উপাচার্য প্রফেসর ড.এম.কামরুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়র সনাতন‌ ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার(২১জুন)সকাল‌ ১১:৩০ মিনিটে এই স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই মন্দির প্রতিষ্ঠার দাবিতে দফায় দফায় অবস্থান কর্মসূচি ও আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন নি।

স্মারকলিপিতে বলা হয়,” হাবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৩০তম সভায় গৃহীত সিদ্ধান্ত বিবিধ-১(কেন্দ্রীয় মন্দির) সিদ্ধান্ত পাশ হলেও তা বাস্তবায়ন হয় নি। বিভিন্ন সময়ে সনাতন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্তৃক বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসা হলেও তা সফলভাবে মুখ দেখে নি।এরই পরিপ্রেক্ষিতে গত ৪/১২/২০২৩ ইং তারিখে বিষয়টি লিখিত আকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসা হলে নতুন বছরের প্রথম সপ্তাহে ফলপ্রসূ সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে কোনো সিদ্ধান্ত জানানো হয় নি। ফলশ্রুতিতে সনাতনী শিক্ষার্থীরা সম্মিলিত দাবী উত্থাপন করলে দাবির মুখে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কেন্দ্রীয় মন্দির নির্মাণের জায়গা নির্ধারণের অঙ্গীকার করেন। কিন্তু প্রশাসন‌ তাদের দেয়া আশ্বাস রাখেন নি। প্রশাসনের বারংবার টালবাহানায় সাধারণ শিক্ষার্থীরা আর নিজেদের ধৈর্য ধারণ করতে না পেরে ২২/১/২০২৩ ইং তারিখে প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি দুপুর পেরিয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে। অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন সনাতন শিক্ষার্থীদের যৌক্তিক দাবির মুখে, আন্দোলনরত শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মহোদয়, স্থানীয় মাঠ প্রশাসন,ছাত্রলীগের কর্মীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টারদের সামনে ঘোষণা করেন যে,আগামী ৬ মার্চ,২০২৩ প্রশাসন কর্তৃক গঠিত কমিটির রিপোর্টে প্রদান এবং ৩০ জুনের মধ্যে মন্দির বাস্তবায়নের জন্য একটি জায়গা নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে একটি ভালো মানের মন্দির নির্মাণ করা হবে।

কিন্তু আবারো প্রশাসন ৬ মার্চ কোনো রিপোর্ট প্রদান না করায় বিষয়টি নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।তবে আমরা আশা করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি ধর্মীয় চর্চা ও নৈতিকতা বিকাশের সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নীতিনির্ধারক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক করা অঙ্গীকার নির্ধারিত ৩০ জুনের পূর্বেই বাস্তবায়নে প্রশাসনিক সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির নির্মাণে আপনার পরিপূর্ণ ও যথাযথ হস্তক্ষেপ অত্যন্ত বিনয়ের সাথে কামনা করছি।”

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত সনাতন শিক্ষার্থীদের পক্ষ থেকে হাবিপ্রবির শিক্ষার্থী প্রসেনজিৎ বিশ্বাস বলেন,”আমরা স্বারকলিপির মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে আবারও আমাদের দাবির বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছি। আমরা স্মারকলিপির সঙ্গে গনস্বাক্ষর সংযুক্ত করেছি।

হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করেছে যেটা অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। ক্যাম্পাসে মন্দির নির্মাণ প্রতিটি শিক্ষার্থীর দাবিতে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার তাদের দেয়া কথা রাখবেন।”

স্মারকলিপি প্রদানের বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবির সম্মানীত রেজিস্ট্রার প্রফেসর ড.এম ডি.সাইফুর রহমান জানান,”এই বিষয়ে উপাচার্যসহ অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা‌ হয়েছে। আমরা যথাসময়ে যথাযথ উত্তর প্রদান করবো।”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here