কুল অ্যান্ড কুল কাপ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মোহাম্মদ হাফিজের অপরাজিত শতকে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে পাকিস্তান। টেস্টের দ্বিতীয় দিন মধ্যহ্ন বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১২ রান।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের ১৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ওপেনার মোহাম্মদ হাফিজ ও তৌফিক ওমর।
অভিজ্ঞ দুই ওপেনার সতর্ক সূচনা করেন। শুরুতে রান তোলায় কিছুটা ধীরগতি থাকলেও ক্রমশই স্বরূপে ফিরতে থাকেন দুই ব্যাটসম্যান। অবশ্য দলীয় ১৬৪ রানে তৌফিককে (৬১) লেগবিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশের পক্ষে প্রথম সফলতা আনেন মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু আজহার আলীকে নিয়ে নিজের শতক নিশ্চিত করেন হাফিজ। মধ্যহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১২ রান। হাফিজ ১১৩ এবং আজহার ২৪ রানে অপরাজিত আছেন।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের সম্মিলিত বোলিং আক্রমণের মুখে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫১ ওভার ২ বলে ১৩৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের পক্ষে নাসির হোসেন সর্বোচ্চ ৪১ রান করেন। পাকিস্তানের পক্ষে আবদুর রহমান ও সাইদ আজমল ৩টি করে উইকেট লাভ করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ