ডেস্ক রিপোর্ট:: লালমনিরহাটের হাতীবান্ধায় বিলুপ্তপ্রায় জাতের একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে একদল কিশোর। শকুনটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া ক্লিনিক পাড়া এলাকায় শকুনটি উদ্ধার করে এলাকাবাসী। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তার পরামর্শে শকুনটি অবমুক্ত করা হয়। যার ওজন প্রায় ২০ থেকে ২৫ কেজি।

স্থানীয়রা জানান, বিকেলের শকুনটি হঠাৎ ধানখেতে এসে পড়ে। পরে স্থানীয় দুই কিশোর শকুনটির পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। স্থানীয় বন বিভাগের পরামর্শক্রমে শকুনটিকে অবমুক্ত করা হয়। বিশাল আকৃতির এই হিমালয়ান শকুন শুধুমাত্র ভারতেই দেখা যায়। স্থানীয়রা ধারণা করছেন, পথ ভুলে সীমান্ত পেরিয়ে এটি বাংলাদেশে এসে পড়েছে। অসুস্থ থাকায় বেশ কিছুক্ষণ উড়তে পারেনি শকুনটি।

স্থানীয় রাশেদ হোসেন বলেন, শকুনটি হঠাৎ উড়ে এসে পশ্চিম ফকিরপাড়া ক্লিনিকপাড়া এলাকায় একটি ধানখেতে পড়ে। শকুনটিকে দেখতে পেয়ে কিশোরেরা আটক করে। অসুস্থতার কারণে শকুনটি উড়তে পারছিল না। একপর্যায়ে ওই গ্রামের সিয়াম ও মোকছেদুল নামের দুই কিশোর শকুনটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে এটিকে অবমুক্ত করা হয়।

লালমনিরহাটে হাতীবান্ধা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ফসলি মাঠ থেকে কিশোররা শকুনটি উদ্ধার করে আমাদেরকে মোবাইল ফোনে জানায়। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছিল না। সুস্থ হওয়ার পর সেটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজনকে জানিয়েছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here