ছায়েদ আহমেদ:: হাতিয়া উপজেলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা হল রুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) সারোয়ার সালাম। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আমীর হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আকবর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল আমি ঘুরে ঘুরে দেখেছি, স্কুল পড়ুয়াদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের কাজ দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি।
৮টি মাধ্যমিক ও একটি মাদ্রাসা সহ মোট নয়টি শিক্ষা প্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা স্টল ছিল। প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী প্রতিনিধিরা তাদের উদ্ভাবনের যন্ত্রপাতি উদ্ভাবনী প্রক্রিয়ার কৌশল সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করেন।
অনুষ্ঠানে তিনটি প্রতিষ্ঠানকে পুরষ্কার দেওয়া হয়। প্রথম হয়েছে এ.এম উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে জাহাজমারা উচ্চ বিদ্যালয়।