মোঃএনায়েত হোসেন, হাতিয়া থেকে :: নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলার প্রধান সড়কে চৌমুহনী খাদ্যগুদামের পাশে আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল হালিম (সবুজ) (৪০) নামের একজন ঘটনার স্থলে মারা হয়। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় আছেন।
স্থানীয়রা জানান, নিহত আবদুল হালিম সবুজ লক্ষীপুর জেলার একটি পলিটেকনিক্যাল কলেজের প্রভাষক। সে রেহানিয়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে। আহতদের মধ্যে বাকি ২জন সম্পর্কে ভাই হয়।
এ ব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, ঘটনাটি আমিও শুনেছি। এখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।