নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কালাম চরে কুখ্যাত জলদস্যু নিজাম ডাকাত ও কালাম ডাকাতের মধ্যে শুক্রবার রাত ২টায় রক্তক্ষয়ী এক বন্দুক যুদ্ধ হয়েছে।

জানা গেছে চরদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৪-৫ জন সদস্য নিহত হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে। স্থানীয় জনসাধারণ দস্যুদের পরস্পরের সংঘর্ষের সুযোগে জানমাল নিয়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছে।

নিঝুমদ্বীপের স্থানীয় বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তার, চরদখল ও দস্যিপনাকে কেন্দ্র করে মেঘনার কুখ্যাত জলদস্যু নিজাম ডাকাত ও কালামচরে অধিপতি কালাম ডাকাতের মধ্যে ভয়াবহ গোলাগুলি ও সংঘর্ষ হয়। এদিকে রাত ১টায় জলদস্যু নিজাম ডাকাত, পিচ্ছি জাহাঙ্গীর ও তার সেকেন্ডইন কমান্ড ইব্রাহীম মাঝি, ফারুক কমান্ডারসহ তাদের সশস্ত্র শতাধিক বাহিনী নিয়ে কালামচর দখল করার জন্য আক্রমণ করে কালাম চরে অবস্থানরত জলদস্যু কালাম ডাকাতের বাহিনীদের ওপর। সংঘর্ষে কালাম ডাকাতের দল পরাজিত হলে নিজাম ডাকাতের সদস্যরা পুরো কালাম চরের আস্তানা তাদের দখলে নিয়ে যায়। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ৪-৫ জন সদস্য নিহত হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে। তবে নিহত হওয়া খবর লোকমুখে শুনাগেলেও নির্ভর যোগ্য কোন সূত্র নিশ্চিত করেতে পারেনি।

এদিকে নিজাম ডাকাত কর্তৃক চরকালাম দখল হওয়ায় তার সদস্যরা উপজেলার ক্যরিংচর, চরবাশার ও জাহাজ্জার চরের সাধারণ ভূমিহীনদেরকে জিম্মি করে বিজয় মিছিল করার খবর পাওয়া গেছে।

তমরুদ্দি  কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) ওমর আলী বলেন, ‘এব্যাপারে আমাদের নিকট কোন সংবাদ নেই। কেউ আমাদেরকে তথ্য দেয়নি। খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।’

এ প্রসঙ্গে কথা বললে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতার হসেন বলেন, ‘নিজাম ডাকাত ও কালাম ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধ ও সংঘর্ষের কথা লোকমুখে শুনেছি। নিহতের ব্যাপারটি কেউ আমাকে নিশ্চিত করেনি।’

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ফিরোজ আলম/নোয়াখালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here