ডেস্ক রিপোর্ট::  রাজধানীর হাতিরঝিলের মাঝে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন একজন নারী। প্রায় দুই ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর ফায়ার সার্ভিস কথা বলে তাকে নিচে নামিয়ে আনে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে তাকে দেখতে প্রচুর ভিড় হয়। অনেকেই নানা কৌশলে তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার সঙ্গে কথা বলে তাকে নামিয়ে আনে।

ফায়ার সার্ভিস জানায়, এই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। ঘটনাস্থলে তাদের লোকজনও ছিল।

ওই নারীকে স্থানীয় পুলিশের হেফাজতে দিয়েছে ফায়ার সার্ভিস।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here