মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই। শনিবার (২৮ জানুয়ারী) বেলা দেড়টা দিকে অগ্নিকান্ড সংঘটিত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীরা এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি সড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। অগ্নিকান্ডে দোকানের নগদ টাকা মূল্যবান মালামালসহ প্রায় কোটি টাকার সম্পদ সম্পুন্ন পুড়ে যায়,ক্ষতীগ্রস- ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে। অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও ক্ষতীগ্রস- সুত্রে জানা যায়,গত কাল শনিবার হাটহাজারী বাজারের মুরগীহাট হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হলে দ্রুত আগুন মুহুত্বের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে এতে আবুল কালামের মালিকানাধীন জেবল এন্ড সন্স, মোহাম্মদ আবু তাহেরের ইসলামিয়া মেট্রো হাউজ, মন্টু বড়-য়ার কাপড়ের দোকান,উজ্জল কর্মকারের কামারের দোকান, মোহাম্মদ ইদ্রিসের নাঙ্গলের দোকান, জয়দেবের মিত্র ভান্ডার,আবু মনসুরের কসমেটিক,মোহাম্মদ আবু তাহেরের ইসলামিয়া নার্সারী, মোহছেন আউলিয়া ফলের দোকানসহ আরো ২টি দোকান আংশিক পুড়ে যায়।
এতে ক্ষয়তীর পরিমান কোটি টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস’লে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে এতে বাজারের শতাধিক দোকান আগুন থেকে রক্ষা পায়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও নির্বাহী কর্মকর্তা সেখ ফরিদ আহমেদ ঘটনাস’ল পরিদর্শন করেন।