জেসমিন বাপ্পী, নিজস্ব প্রতিনিধি ::

হাটহাজারী ই-কমার্স ফোরাম’র উদ্যোগে কনক কমিউনিটি সেন্টারে গত বৃহস্পতি ও শুক্রবার ২দিন ব্যাপী ঈদমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। দেশে চাকরী প্রার্থীর তুলনায় চাকরি অপ্রতুল। তাই উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তরুণদের । শিক্ষিত লোকজন চাকুরীর জন্য না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে রাষ্ট্র ও সমাজ লাভবান হবে।

এতে করে বেকারত্বের হার ও কমে আসবে।নিজে স্বাবলম্বী হতে পারবে, এর জন্য সরকারের রয়েছে সহায়ক নানা কর্মসূচী। হাটহাজারী ই-কমার্স ফোরাম নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে – বক্তারা এসব কথা বলেন।

মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর সভাপতি এম.এ সালাম।

সমাপনী দিনে হেফ এর প্রতিষ্ঠাতা তরুন উদ্যোক্তা রঞ্জন বিবেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি এর সাবেক সভাপতি পারভীন মাহমুদ এফসিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী।

বর্তমানে হাটহাজারী ই-কমার্স ফোরাম’র সদস্য প্রায় ৩৭ হাজার এর মধ্যে নারী উদ্যোক্তা প্রায় ১৫০০ জন। উদ্যোক্তারা ৩০ টি স্টলের মাধ্যমে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে।

এছাড়া উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প শোনান নাহিদা আফসানা রিমি, এস এম ফয়সাল মাহমুদ, রেসমা আনোয়ার, নাফিদা সালতাফিম, আবদুল হক, সোনিয়া খান প্রমুখ। দর্শনার্থীদের প্রচুর উপস্থিতি ছিল ঈদ মেলায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here