শুক্রবার হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, “স¦ল্পমেয়াদী সরিষার জাত নির্বাচন” শীর্ষক এক মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম মন্ডল এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক টিএম মঞ্জুরুল ইসলাম। এ অঞ্চলের ৬০ জন কৃষক-কৃষাণী, কৃষি সম্প্রসারন বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিজ্ঞানী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মাঠ দিবসে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোহাম্মদ আমীন।
ইদানিংকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সরিষার স¦ল্পমেয়াদী বেশ কয়েকটি জাত উদ্ভাবন করা হয়। উক্ত জাত সমূহ সরেজমিনে পরীক্ষনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে আবাদের উপযোগী জাত নির্বাচন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম মন্ডল বলেন উদ্ভাবিত জাত বারি সরিষা- ১৪ ও বারি সরিষা- ১৫ উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী ও স¦ল্পমেয়াদী তাই চট্টগ্রাম অঞ্চলের ফসল বিন্যাসে এই জাতটি সহজে চাষ করা যাবে। এতে অঞ্চলে তৈলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের আর্থিক উন্নয়ন সহজতর হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক টিএম মঞ্জুরুল ইসলাম বলেন-চট্টগ্রাম অঞ্চলে ০২ লক্ষ ৩৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। আর মাত্র ১৬০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়। উদ্ভাবিত সরিষার জাতটি আবাদ শুরু হলে এলাকায় ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে এবং এ অঞ্চলের কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়। এ ধরনের গবেষণা কার্যক্রমে আরো জোর দেওয়ার জন্য তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
মাঠ দিবসে উপস্থিত কৃষকগণ উক্ত জাতটির ফলন দেখে এই জাতটি চাষের আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত কৃষকদেরকে বিএআরআই উদ্ভাবিত উনত কৃষি প্রযুক্তির উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন বিভাগের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জনাব সামসুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি চট্টগ্রাম অঞ্চল এর যুগ্ম-পরিচালক, সাংবাদিক প্রতিনিধি এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীবৃন্দ।
মাঠ দিবসের আলোচনা সভার পর মহাপরিচালক সরেজমিনে কৃষকদেরকে নিয়ে সরিষা ক্ষেত পরিদর্শন করেন।
ছবির ক্যাপশনঃ হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সরিষার জাত নির্বাচন শীর্ষক মাঠ দিবসে সরেজমিনে পরিদর্শন করছেন মহাপরিচালক ড. রফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ মোহাম্মদ হোসেন/হাটহাজারীমোহাম্মদ হোসেন