হাটহাজারী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গত শুক্রবার(৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো: রফিক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে প্রেফতার করেছে। মাদক ব্যবসায়ী রফিক হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার মৃত নৃর আহাম্মেদের পুত্র বলে জানা গেছে। এই ঘটনায় মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, ভারতীয় ফেনসিডিল উপজেলায় সদর ইউনিয়নের চন্দ্রপুর এলাকার বড়ুয়া পাড়ার সুবাস বড়ুয়ার কলোনীতে আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া, জসিম ও সহকারী উপ-পরিদর্শক জাহের তাদের সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিয়ান চালিয়ে ১৮০ টি ফেনসিডিল সহ মো: রফিককে আটক করে থানায় নিয়ে আসে। তবে পুলিশের অভিয়ান আচঁ করতে পেরে তার সহযোগী ফরহাদাবাদ এলাকার দেবু নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এই ব্যাপারে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম কিবরীয়া বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা (মামলা নং-৭) দায়ের করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রফিককে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই সর্ম্পকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো: সামিউল আলম (পিপিএম) এই প্রতিবেদকে জানান, আকটকৃত মাদক ব্যবসায়ী রফিক বেশ কয়েক বছর যাবৎ সক্রিয়ভাবে এই ব্যবসা করে যাচ্ছে। এই গ্রুপের সাথে আর অন্য কোন সদস্য জড়িত আছে কিনা বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোহাম্মদ হোসেন/হাটহাজারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here