চট্টগ্রামের হাটহাজারীতে শিম চাষ পাল্টে দিয়েছে কৃষকদের ভাগ্যে। বদলে দিয়েছে গ্রামীন অর্থনৈতির চিত্র। এক সময় এই উপজেলায় ইরি বোরো ও আমন চাষের পাশা পাশি প্রচলিত কিছু শাক সবজি চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের কৃষি কাজ। কিন্ত এখন আধুনিক প্রদ্ধতিতে শিম চাষসহ নানা জাতের সবজি আবাদ করে কৃষকরা আয় করছেন লাখ লাখ টাকা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড একাংশ হাটহাজারী সংসদীয় আসন। শহরের নিকটতম উপজেলার বিভিন্ন ইউনিয়য়ের কৃষি জমিতে শিম চাষের বিপ্লব ঘটেছে। মৌসুমের শুরু থেকে এখানকারকৃষকদের কাছে শিম চাষের আগ্রহ বেড়ে গেছে।

সরেজমিন বিভিন্ন ইউনিয়ন ঘুরে চাষীদের সাথে কথা হলে তারা জানায়, শিম চাষে ভাল ভাবে পরিচর্য্য  করলে শিম চাষে ব্যাপক সফলতা পাওয়া যায়। চাষী মুসলিম মিয়া জানান,জমি পাশে পাশে সিম চাষ ও জমিতে বিভিন্ন সবজির চাষ করে আর্থিক ভাবে লাভবান হয়েছি। উপজেলা সদরে আলামপুর,আলীপুর,মোহাম্মদ পুর,দেওয়ান নগর,ফটিকা গ্রাম, মেখল ইউনিয়নের মোজাফরাবাদ,পশ্চিম মেখল,পূর্ব মেখল গ্রাম। মির্জাপুর, ছিপাতলী,নাঙ্গলমোড়া,গুমান

মর্দন,ধলই,ফরহাদাবাদ,ফতেপুর,উঃ মাদার্শা,দঃ মাদার্শা ছিকনদন্ডী,শিকারপুর,কুয়াইশ-বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন স্থান জুড়ে আবাদ যোগ্য জমির বিল জুড়েই শিম চাষের দৃশ্য। জমিতে বাঁশের মাঁচা ও চাং তৈরি করে আবাদ করা হয়েছে উচ্চ ফলনশীল নানা জাতের শিম। পশ্চিম দেওয়ান নগর গ্রামের আলী আকবর,মুসলিম বাদশা মিয়া জানান, দীর্ঘ ২০-২৫ বছর ধরে জমিতে শিম চাষ করে যতোষ্ট লাভবান হয়েছি। এখানকার শিম,প্রতি বছর স্থায়ী ভাবে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে জানান চাষীরা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোহাম্মদ হোসেন/হাটহাজারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here