চট্টগ্রামে হাটহাজারী সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও ২০ বাস যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা ৩ টার দিকে রাঙ্গামাটি বাস নং চট্ট মেট্রো ব ০৬-০১৮৮ চট্টগ্রাম যাওয়ার পথে চ.বি আলাউল দিঘী নামক স্থানে মোটর সাইকেলকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আহত দুই জন মোটর সাইকেল আরোহীকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওসমান(৩৩) মারা যায় ও মোজাম্মেল এর অবস্থা আশংকা জনক বলে চিকিৎকরা জানান। এ দুর্ঘনায় আহত হয় আরো ২০ জন। লোকজন আহতদের মধ্যে সফি(২২),মোহাম্মদ লোকমান, জয়নাল, মোহাম্মদ আজগরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান,সড়কের পার্শ্বে ভেঙে যাওয়ার কারনে এ দুর্ঘটনার কারন বলে জানা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোহাম্মদ হোসেন/হাটহাজারী