হাটহাজারীতে এক গৃহবধু রহস্যজনক মূত্যুা হয়েছে। নিহতের নাম সুমি সেন(১৯)। শনিবার বিকেল মেখল ব্রাক্ষন পাড়া গ্রামের শাশুর ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার পশ্চিম মেখল পুন্ডুরীক ধাম এলাকার ব্রাক্ষণপাড়া রোখন সেন এর মেয়ে একই বাড়ির দীলন ভুট্রাচার্য্য পুত্র জনি ভুট্রাচার্য্যরে সাথে সুমি সেন এর ৪ মাস আগে বিয়ে হয়। তাদের সংসার জীবনে কোন সমস্য ছিল না বলে এলাকাবাসী জানালেও এ মূত্যুাকে কেউ মেনে নিতে পারছেন না। হাটহাজারী মডেল থানা পুলিশ শনিবার রাতে গৃহবধুর লাশ উদ্ধার করেন। বাড়ির পার্শ্বে পুন্ডুরীক এর ধাম এ পাঁচ দিন ব্যাপী একটি অনুষ্টানের শেষ দিনে তার এ মূত্যুাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মূত্যুার কারন জানা যায়নি।

ইউনাইটেড নু্জি ২৪ ডট কম/মোহাম্মদ হোসেন/হাটহাজারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here