ইউনাইটেড নিউজ ২৪ ডট কম
মোহাম্মদ হোসেন
হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র ভেঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অবৈধ চিকিৎসা কেন্দ্র। এ সব কেন্দ্রের ভুয়া হাতুড়ে চিকিৎসকদের নাম মাত্র চিকিৎসা দিয়ে সহজ সরল মানুষকে প্রতারিত করে চলেছে। এ সব চিকিৎসকের নেই কোনো প্রাতিষ্টানিক শিক্ষাগত যোগ্যতা অথবা উপযুক্ত প্রশিক্ষণ।
জানা যায়,হাটহাজারী উপজেলা সদরের সৈয়দ ওয়াহিদুল আলম সড়ক পথে পশ্চিম দেয়ান নগর গ্রামের কেরু পাড়ায় একটি ফার্ম্মেসীতে বসে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এক ব্যক্তি। এ ফার্ম্মেসীর মালিকের নাম জানতে চাইলে সে নিজেই ফার্ম্মেসীর মালিক সেটা গোপন রেখে এস উদ্দীনের ফার্ম্মেসী বলে জানান। পার্শ্বের দোকানদারের কাছে জিঙ্গাসা করা হলে তারা জানান সেই নিজেই মালিক আবার নিজেই চিকিৎসক। ফার্ম্মেসীতে চেম্বার করার জন্য বিভিন্ন সময় উল্লেখ করে ২টি ডাক্তারের নাম ব্যবহার করা হয়। চট্টগ্রাম থেকে আসা ডাক্তারের নাম এস উদ্দীন ডি.এম.এস জেনারেল ফিজিসিয়ান। অপর পশু ডাক্তারের নাম ডাঃ শহিদুল্লাহ চৌধুরী(পশু চিকিৎসক) এ ব্যপারে পশু ডাক্তারের কাছে এ ফার্ম্মেসীতে চেম্বার আছে কিনা জানতে চাইলে সে এ প্রতিবেদককে কিছু জানাতে পারেনি তবে তিনি হাটহাজারী পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক বলে জানান।
স্থানীয় মিন্টু দে জানান,এই ফার্ম্মেসীতে কোনো ডাক্তার আমি এ পর্যন্ত দেখি নাই। তবে ফার্ম্মেসীর মালিক মাঝে মধ্যে বিশেষজ্ঞ বসে বলে গ্রামের মানুষের কাছে প্রচার করে থাকে। তিনি আরো জানা, এ ফার্ম্মেসীর মালিক সাইন বোর্ড ব্যবহার করে নিজেই সহজ সরল মানুষকে দোখা দিচ্ছে। স্থানীয় এলাকাবাসী জানান,এখানে কোনো ডাক্তার আসে না সাইন বোর্ডে নাম দেখি। অলি আহমেদ নামে এক ব্যক্তি জানান,মাঝে মধ্যে একজন ডাক্তার বসে তবে সেটা চট্টগ্রামের চমেক হাসপাতালের বড় ডাক্তার হিসাবে এলাকাবাসীর কাছে প্রচার করে থাকেন। ফার্ম্মেসীর মালিকের কাছে শহর থেকে আসা সেই ডাক্তারের মোবাইল নম্বর জানতে গিয়ে তিনি ডাক্তারের কাছে মোবাইল নাই বলে জানান।
সুত্র জানা যায়,হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে এ ভাবে ফার্ম্মেসী খুলে নিজেই চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে অর্থকরী হাতিয়ে নিচ্ছে। এ ভাবে উপজেলা বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অসংখ্য চিকিৎসক তারা জটিল রোগীকে চিকিৎসা দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ । এতে গ্রামের সহজ সরল মানুষ এ সব হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার কারনে জটিল রোড়ে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের সিনিয়র চিকিৎসক ভারপ্রাপ্ত টিএইচও ডাক্তার ফজলে রাব্বী দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন,হাতুড়ে ডাক্তারের কাছ থেকে নিজেকে বাচিঁয়ে রাখতে হলে এ ব্যপারে সচেতন হওয়া জরুরী। এ সব ডাক্তারের ভুল চিকিৎসায় মানুষের জীবন বিপন্ন হয়। এ ব্যাপারে তিনি টিএইচও সাথে আলোচনা করবেন বলে জানান।