হাটহাজারী বাজারের ফকির মসজিদের সম্মুখে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে । তিন বেকারী শ্রমিক আহত হয়েছে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডের ঘটনায় রক্ষ্য পায় বাজারের আরো শতাধিক দোকান । স্থানীয় লোকজন আহত অবস্থায় মোহাম্মদ হোসেন(২৫) পিতা আবু বক্কর সিদ্দীকি বাসু (২২) পিতা: বিমল উভয়ের গ্রামের বাড়ি ফটিক ছড়ি ও অজ্ঞাত (২০)কে হাটহাজারী স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে মোহাম্মদ হোসেনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাটিয়ে দেয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেন। অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান,ফেক্টরীতে গ্যাস দিয়ে বেকারী সামগ্রী তৈরি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোহাম্মদ হোসেন/হাজহাজারী