গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি ( দিনাজপুর) প্রতিনিধি ::
দিনাজপুরের হাকিমপুর  হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত হত্যা মামলায় সদ্য সাবেক কাউন্সিলর ও পৌর আ’লীগের নেতা শামীম সরদার (৪৪) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (০২ নভেম্বর) সকাল দশটার দিকে নিজ বাড়ী থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার শামীম সরদার হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবেদ আলী সরদার এর ছেলে। শামীম সরদার হাকিমপুর হিলি পৌর সভার ৫ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও  বাংলাদেশ আওয়ামীলিগ পৌর শাখার যুগ্ম সাধারণ বলে জানান পুলিশ।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় শিক্ষার্থী হত্যা মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানা মামলা ০৭।
তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুর রহমান এবং সঙ্গীয় ফোর্স সহ আজ সকাল দশটার দিকে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সদ্য সাবেক কাউন্সিলর ও পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরদার কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here