ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে শনিবার রাতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে সায়েম আলী মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তাহেরহুদা গ্রামের কিতাবউদ্দীন মন্ডলের ছেলে।
হরিনাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, শনিবার রাত ৮টার দিকে নিহত’র চাচাতো ভাই নজরুল ইসলাম ওরফে নজু মন্ডল দাম্পত্য কলহের জের ধরে তার দুই স্ত্রী চানমনি ও রমেলা খাতুনকে মারধর করে।
তিনি আরো জানান, স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বড় স্ত্রী চানমনি পাশ্ববর্তী স্বামীর চাচাতো ভাই সায়েম আলীর বাড়িতে আশ্রয় নেয়। এ সময় নজরুল সেখানেও স্ত্রীর উপর চড়াও হতে গেলে চাচাতো ভাই সায়েম আলী বাধা দেয়।
এ সময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে সায়েমকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘাতক নজরুল ইসলাম নজু মন্ডল তাহেরহুদা গ্রামের পুটি মোহাম্মদ মন্ডলের ছেলে বলে পুলিশ জানায়।
ওসি আবুল খায়ের জানান, আজ সাড়ে ৮টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য তিনি তাহেরহুদা গ্রামে পৌচেছেন। ঘাতক নজরুল এ ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে।
হরিনাকুণ্ডু থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা হবে বলে ওসি জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ