ভোলা : ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন সোমবারে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা।
এছাড়াও পরানগঞ্জ, ইলিশা, ঘুইংগারহাট, বেপারী বাজারসহ বেশ কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা গেছে পিকেটারদের। সকাল সাড়ে ১০টার দিকে পিকেটাররা হাকিমুদ্দিন-উদয়পুর সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, সকাল থেকেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সব যানবাহন চলাচল ও দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় গন্তব্যগামী মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন।
ভোলার সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
শিপুফরাজী/