ঢাকা: হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পিছিয়েছে।

১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের কারণে ৪ নভেম্বরের জেএসসি এবং জেডিসি পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আর ৬ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।

পূর্ব ঘোষিত সময়ানুসারে ৪ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

প্রসঙ্গত, শিক্ষা বোর্ডের পূর্ব ঘোষিত সময়ানুসারে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here